IQNA

সিরিয়া থেকে ইসরাইলে পালিয়ে গেছে সন্ত্রাসী কমান্ডার

1:34 - July 24, 2018
1
সংবাদ: 2606285
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে চার শীর্ষ সন্ত্রাসী কমান্ডার পালিয়ে ইহুদিবাদী ইসরাইলে আশ্রয় নিয়েছে। সিরিয়ার কুনেইত্রা প্রদেশে সরকারি সেনাদের কঠোর অভিযান ও শহরটির সম্ভাব্য পতনের মুখে এসব সন্ত্রাসী ইসরাইলে পালিয়েছে।

সিরিয়া থেকে ইসরাইলে পালিয়ে গেছে সন্ত্রাসী কমান্ডার

বার্তা সংস্থা ইকনা: কয়েকদিন আগে পশ্চিমা সমর্থিত কথিত ‘হোয়াইট হেলমেট’ স্বেচ্ছাসেবীরা পালিয়ে ইসরাইলে চলে যাওয়ার পর শীর্ষ সন্ত্রাসীরাও একই পথ ধরল। পালিয়ে যাওয়ার সময় এসব সন্ত্রাসী তাদের সঙ্গে পরিবার নিয়ে গেছে এবং অধিকৃত গোলান মালভূমিতে পৌঁছানোর পর ইসরাইলের সেনারা তাদেরকে নিরাপত্তা দেয়।

আল-মাসদার ওয়েবসাইটের তথ্য অনুসারে, সন্ত্রাসী কমান্ডাররা হলো- মোয়াজ নাসের, আবু রাতেব, আহমাদ আন-নাহস এবং আলা আল-হালাকি। এসব সন্ত্রাসী ফুরসান আল গোলান ব্রিগেড, সাইফুল শাম ব্রিগেড এবং জইশে আবাবিল ব্রিগেডের সদস্য। আল-মাসদার জানিয়েছে, এসব সন্ত্রাসীকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা নিয়োগ দিয়েছিল এবং সবসময় ইসরাইলের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। পার্সটুডে

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
tnaqmkjk
0
0
20
captcha