IQNA

রোহিঙ্গা সংকট আরও ভালোভাবে সামলানো যেত: সু চি

8:00 - September 14, 2018
সংবাদ: 2606714
অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে যে রোহিঙ্গা সংকট তৈরি হয়, তা আরও ভালোভাবে সামাল দেয়া যেত বলে মন্তব্য করেছেন দেশটির নেতা অং সান সু চি।

রোহিঙ্গা সংকট আরও ভালোভাবে সামলানো যেত: সু চি

 
বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। খবর গার্ডিয়ানের।

সুচি বলেন, তার সরকার রাখাইনের পরিস্থিত আরও ভালোভাবে সামলাতে পারতো।

রাখাইন পরিস্থিতি নিয়ে আলোকপাতের পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে জেল হওয়া দুই সাংবাদিকের আপিল করার অধিকার আছে বলেও জানান এ নেতা।

আরাকানে একটি সেনা চৌকিতে হামলার জেরে এক বছর আগে মিয়ানমার সরকার রাখাইনের মুসলিমদের ওপর দমন-পীড়ন চালায়। প্রাণে বাঁচতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।

সু চি বলেন, তবে আমরা বিশ্বাস করি, আমরা যদি দীর্ঘ সময়ের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা চাই, আমাদের হতে হবে পক্ষপাতহীন। কেবল নির্দিষ্ট কোনো পক্ষকে আইনের শাসনে সুরক্ষা দেয়ার কথা আমরা বলতে পারি না।

রোহিঙ্গা সঙ্কটের এক বছর পেরিয়ে যাওয়ার পর এ বিষয়টি নিয়ে প্রথমবারের মতো ইতিবাচক কথা বললেন এই নেত্রী।

 

captcha