IQNA

ইমাম মাহদী(আ.) প্রতীক্ষার সাথে সদাচারের সম্পর্ক

23:46 - September 27, 2018
সংবাদ: 2606830
ইমাম মাহদী(আ.) বলেন: আমি মাহদী আমি যুগের নেতা, আমি সেই ব্যক্তি, আমি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবো যেভাবে অন্যায় অবিচার ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর দুনিয়া কখনো আল্লাহর (হুজ্জাত) অকাট্য প্রমাণ থেকে খালি থাকবেনা এবং মানুষও বঞ্চিত থাকবেনা। এটা এমন একটা আমানত যা তোমার ভাইদের ছাড়া অন্য কাউকে বলনা । (কামাল আদ দীন, পৃ: ৪৪৫।)



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আরও বলেছেন, আমি হযরত মুহাম্মদ (সা.) এর বংশধর, আমি শেষ যুগে এই তরবারী নিয়ে কিয়াম করব। (তরবারীর দিকে ইশারা করলেন) এবং পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করব যেভাবে অন্যায় অবিচারে পূর্ণ হয়েছে ”।( বিহারুল আনওয়ার, ৫২ তম খণ্ড,পৃ. ৪১।)

আমি অদৃশ্য থাকার সময় মানুষজন মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্য থেকে যেভাবে লাভবান হয় আমার থেকে ঠিক সেভাবে লাভবান হবে । (কামাল আদ দীন, পৃ. ৪৮৫।)

এ পৃথিবী আল্লাহর অকাট্য দলিল থেকে কখনো খালি থাকবেনা আর সেই দলিল প্রকাশ্যেও হতে পারে আবার অপ্রকাশ্যেও হতে পারে।(কামাল আদ দীন, পৃ. ৫১১।)

যখন আল্লাহ আমাকে কথা বলার অনুমতি দিবেন তখন সত্য প্রকাশিত হবে এবং মিথ্যা ধ্বংস হবে। (বিহারুল আনওয়ার, ৫৩তম খণ্ড,পৃ.৪।)

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) যেমন নৈতিকতার আদর্শ ছিলেন ইমাম মাহদীও তেমনি নৈতিক চরিত্রের আদর্শ। সুতরাং যারা নিজেদেরকে ইমাম মাহদীর প্রতীক্ষাকারী হিসাবে দাবি করে তাদের উচিত সর্বদা সদাচারী এবং ভাল চরিত্রের অধিকারী হওয়া।

captcha