IQNA

আফগানিস্তানে ১৫ জঙ্গি হতাহত

23:59 - November 03, 2018
সংবাদ: 2607107
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের "ময়দান ওয়ারদক" প্রদেশে সামরিক বাহিনীর হামলায় ৭ জন জঙ্গি নিহত এবং ৮ জন আহত হয়েছে।

ইসলামের দৃষ্টিতে হিজাবের গুরুত্ববার্তা সংস্থা ইকনা: আফগান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ২য় নভেম্বর ঘোষণা করেছে, ময়দান ওয়ারদক প্রদেশে সামরিক বাহিনীর হামলায় ৭ জন জঙ্গি নিহত এবং ৮ জন আহত হয়েছে।
এই মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের ময়দান ওয়ারদক প্রদেশের সায়েদ আবাদ শহরে সামরিক বাহিনীরা এই অপারেশন চালায়।
উল্লেখ্য, এই হামলার উদ্দেশ্য হচ্ছে, অনিরাপদ অংশসমূহ ক্লিয়ারিং, সন্ত্রাসী গ্রুপ দমন এবং প্রাদেশিক নিরাপত্তা বৃদ্ধি করা।
iqna

 

 

captcha