IQNA

কিভাবে ইমাম মাহদীর (আ.) প্রতি ভক্তি নিবেদন করতে পারি?

19:30 - February 21, 2019
সংবাদ: 2607984
ইমাম মাহদী (আ.) হলেন আল্লাহ ও রাসূলের (সা.) প্রতিশ্রুত শেষ জামানায় মানব জাতির পরিত্রাণদাতা ও ত্রাণকর্তা। তিনি বর্তমান যুগের আল্লাহ মনোনীত ইমাম ও পথপ্রদর্শক। তাই এ মহান ইমামের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন প্রত্যেক মু’মিনের উপর ফরজ।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কোরআনের সূরা শুরার ২৩নং আয়াতে আল্লাহ তায়ালা স্বীয় রাসূলের (সা.) প্রতি এভাবে আদেশ করেছেন: (হে রাসূল!) তুমি বলে দাও, ‘আমি এর (বার্তা প্রচারের) জন্য তোমাদের নিকট হতে আমার আহলে বাইত তথা বংশধরের প্রতি ভক্তি ও ভালবাসা ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না।

এ আয়াতের আলোকে রাসূলের (সা.) আহলে বাইতের প্রতি ভক্তি ও ভালবাসা নিবেদনকে আল্লাহ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন। আর ইমাম মাহদী (আ.) হলেন রাসূলের (সা.) আহলে বাইতের সর্বশেষ মাসুম ইমাম। তিনি বর্তমান যুগে আল্লাহর পক্ষ থেকে আমাদের পথপ্রদর্শক ও হেদায়েত দানকারী।

অবশ্য এখন প্রশ্ন উঠা স্বাভাবিক যে, আমরা কিভাবে ইমাম মাহদীর প্রতি ভক্তি ও ভালবাসা নিবেদন করতে পারি? আর এ প্রশ্নের জবাবও খুবই সহজ তা হচ্ছে- আমরা আল্লাহর আদেশ-নিষেধ পালন এবং ইমাম মাহদীর (আ.) দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমে তার প্রতি প্রকৃত ভক্তি নিবেদন করতে পারি।

 

captcha