IQNA

ইমাম মাহদীকে কেন নেয়ামতের বসন্ত বলা হয়?

18:59 - February 23, 2019
সংবাদ: 2607998
ইমাম মাহদী(আ.) মহানবীর মত আমল করবেন, মহানবী যেভাবে অজ্ঞতাকে দূর করে ঈমানের বীজ বপন করেছিলেন, তিনি সকল অজ্ঞতাকে দূর করে ঈমানের বীজ বপন করবেন। তিনি সকল বিদয়াত ও কুসংস্কারকে সমাজ থেকে বিতাড়িত করে ন্যায়পরায়ণ ইসলামী রাষ্ট্র কায়েম করবেন।

বার্তা সংস্থা ইকনা: বসন্তের বৈশিষ্ট্য হচ্ছে সকল কিছুকে নতুন করে তোলা এবং সকল ক্লান্তি ও অবসাদকে দূর করা। ইমাম মাহদী(আ.) হচ্ছেন ইসলাম জান পরান তিনিই হচ্ছেন বিশ্বের প্রকৃত বসন্ত। তার আগমনে গোটা বিশ্ব ফুলে ফলে এবং আশা আনন্দে ভরে যাবে।

«یصنع كما صنع رسول الله (ص) یهدم ما كان قبله كما هدم رسول الله(ص) امر الجاهلیه و یستانف الاسلام جدیدا بعد ان یهدم ما كان قبله.»*
* الغیبة نعمانی باب 13،‌ 234.

ইমাম বাকির (আ.) থেকে আরো বর্ণিত হয়েছে : যখন আমাদের কায়েম আবির্ভূত হবে ও বিপ্লব করবে তখন পৃথিবীর যে কোন অঞ্চলে যে ব্যক্তিকেই প্রতিনিধি হিসাবে প্রেরণ করবে তখন তাকে বলবে : তোমার হাতের তালুতেই তোমার কর্মসূচী ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা আছে। যখনই তোমার ক্ষেত্রে কোন ব্যাপার ঘটবে যা তুমি বুঝ নি এবং যার হিকমতও তোমার জানা নেই তখন তুমি তোমার হাতের তালুর দিকে তাকাবে এবং সেখানে যে নির্দেশনা বিদ্যমান আছে তদনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।” (নুমানী প্রণীত গাইবাত, পৃ. ৩১৯)
ইমাম মাহদী (আ.)-এর হুকুমত সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে। যার ফলে এমন কোন জনপদ থাকবে না যেখানে মহান আল্লাহর একত্ব এবং মহানবী (সা.)-এর রিসালাতের সাক্ষ্য দেয়া হবে না।
ইবনে আরবি, শারানী এবং অন্যান্য ব্যক্তির মত কতিপয় সুন্নি আলেমও বিশ্বাস করেন যে ইমাম মুহম্মদ ইবনে হাসান আল-আসকারীই হলেন হযরত মাহদী (আ.) । তারা তাঁর নাম ও নসব (বংশ পরিচিতি) স্পষ্ট উল্লেখ করেছেন এবং তাঁকে তারা জীবিত ও গায়েব বলে বিশ্বাস করেন।

captcha