IQNA

ইরান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের হামলা নস্যাৎ

16:15 - September 22, 2019
সংবাদ: 2609271
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে বলে ঘোষণা দিয়েছে। এসময় তারা বিপুল পরিমাণ বিস্ফোরণ দ্রব্য উদ্ধার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই অপারেশনের সময় এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে গ্রেফতারকৃত সন্ত্রাসী পাকিস্তানের নাগরিক নয়। এছাড়াও নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, আত্মঘাতী বোমা হামলার জ্যাকেট, বোমা, রকেট এবং সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত সরঞ্জাম জব্দ করেছে।
ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা (পাকিস্তানের মধ্যে) তাফতান বর্ডার থেকে বহু পাকিস্তানী ইরানে প্রবেশ করে। ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চেহলামের আগমন উপলক্ষে এই বর্ডার দিয়ে লাখ লাখ পাকিস্তানী ইরানের প্রবেশ করেন। এসময় সন্ত্রাসীদের এধরণের পদক্ষেপ উদ্বেগজনক। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অবশ্যই জিয়ারতকারীদের জীবন রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তফতান-মিরজাভেহ বর্ডার ক্রসিং ইরানের মিরজাভেহ শহর এবং পাকিস্তানের তফতানকে সংযুক্ত করেছে এবং এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও সীমান্ত পারাপারের অন্যতম একটি পথ।  iqna

 

 

captcha