IQNA

উ'ত্ত'প্ত কাশ্মীর: বিএসএফের গাড়ি জ্বালাল উত্তেজিত জনতা

1:00 - September 28, 2019
সংবাদ: 2609315
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উ'ত্ত'প্ত কাশ্মীর। উ'ত্তাল কাশ্মীরের বিভিন্ন অঞ্চল। এরপর থেকেই কাশ্মীরে মোতায়েন করা হয়েছে বহু সেনাবাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক: সেই সীমান্তে জোরালো টহল দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে গত বৃহস্পতিবার বিএসএফের গাড়ির ধাক্কায় আহ'ত হন কাশ্মীরের এক নাগরিক।

ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকায়। এরপরই এলাকাটি র'ণক্ষে'ত্রে রূপ নেয়। একপর্যায়ে বিএসএফের গাড়ি জ্বালিয়ে দেয় উ'ত্তে'জিত জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দুটি পাঁচ টনের বিএসএফের গাড়ি বারামুল্লা শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। তখনই একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে। প্রাইভেট গাড়ির যাত্রীরা বচসা শুরু করে।

পরে গোটা এলাকার বাসিন্দারা চলে এলে গ'ণ্ডগো'ল শুরু হয়। উ'ত্তে'জ'না ছড়ায়৷ এরই মাঝে আ'চ'ম'কাই উ'ত্তে'জিত জনতা বিএসএফের গাড়িগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রণ'হী'ন গতির অভিযোগ তোলে। তারপরেই গাড়িতে আ'গু'ন ধরিয়ে দেয় ক্ষু'ব্ধ জনতা।

এই ঘটনার পর চালকদের কোনো রকমে বের করে আনা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এমটি নিউজ

captcha