IQNA

‘বাগদাদি ও আইএস আমেরিকার তৈরি’

0:01 - November 03, 2019
সংবাদ: 2609559
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভ্রান্ত সশস্ত্র দল আইএস ও তার প্রধান আবু বকর আল-বাগদাদি মার্কিন আমেরিকার সৃষ্টি বলে মন্তব্য করেছে রাশিয়া। সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের এই প্রধান নিহত হওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে ওই মন্তব্য করেছে দেশটি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আইএস ও আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের তৈরি। বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকেন, তাহলে বলতে হবে আমেরিকা নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটন ২০০৯ সালে ইরাকের আবু গরিব কারাগার থেকে আবু বকর আল বাগদাদিকে ছেড়ে দেয়ার পর তারই নেতৃত্বে আইএস গড়ে উঠে। এরপর আইএস ইরাক ও সিরিয়ায় নজিরবিহীন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাগদাদিকে ব্যবহার শেষে আমেরিকা তাকে হত্যা করল যাতে বাগদাদি ও আইএস সৃষ্টিতে মার্কিন হাত থাকার বিষয়টি কিংবা অন্যান্য গোপন রহস্য যাতে কেউ কখনও জানতে না পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, নিহত আবু বকর আল বাগদাদিসহ আইএসের অন্যান্য শীর্ষ নেতারা স্বীকার করেছে তাদের আগমনের পেছনে আমেরিকার হাত রয়েছে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর নির্দিষ্ট মেয়াদ রয়েছে এবং ব্যবহার শেষে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আমেরিকা।

captcha