IQNA

ভুল তাফসির প্রকাশের জন্য মিশরের খতিবকে এন্ডোমেন্ট অফিসে তলব

19:38 - December 11, 2019
সংবাদ: 2609815
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিশরের একটি মসজিদের পেশ ইমাম ও খতিব পবিত্র কুরআনের আয়াতের ভুল তাফসির সামাজিক মিডিয়ায় প্রকাশ করেছে। ভুল তাফসির প্রকাশের জন্য মিশরের আল-গারবিয়া প্রদেশের এন্ডোমেন্ট অফিস তাকে তলব করেছে।

সাদি আল-বালাদ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ব্যাপারে মিশরের আল-গারবিয়া প্রদেশের এন্ডোমেন্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবারী এবাদাহ বলেন: আল-গারবিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর তানতা’র একটি মসজিদের পেশ ইমাম ও খতিবের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই পেশ ইমামের সংক্ষিপ্ত নাম «ا.أ»। তিনি প্রকাশিত ভিডিও’য় পবিত্র কুরআনের আয়াত ও হাদিসের ভুল তাফসির বা ব্যাখ্যা দিয়েছেন।

তিনি আরও যোগ করেছেন: মিশরীয় এই খতিব একটি সেমিনারে পবিত্র কুরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তার এই ব্যাখ্যাটি ইসলামের শিক্ষা ও আল-আজহারের মধ্যপন্থী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।

মিশরের আল-গারবিয়া প্রদেশের এন্ডোমেন্ট অফিসের ঘোষণা অনুযায়ী, এই পেশ ইমাম ও খতিবকে আল-গারবিয়া প্রদেশের এন্ডোমেন্ট অফিসের কাজের জন্য ২০ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।  iqna

 

 

captcha