IQNA

মার্কিন ওয়েবসাইটে ইরানি হ্যাকারদের সাইবার হামলা

0:06 - January 06, 2020
সংবাদ: 2609982
গার্ডিয়ান পত্রিকা রিপোর্ট করেছে: ইরানের প্রভাবশালী হ্যাকারদের একটি দল মার্কিন সরকারের একটি ওয়েবসাইট হ্যাক করে কমান্ডার কাসেম সোলাইমানির হত্যা কঠোর প্রতিশোধের অপেক্ষায় থাকতে বলেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ফেডারেল ডিপজিটরি লাইব্রেরি প্রোগামের অন্তর্গত FDLP ওয়েবসাইট হ্যাক করে সেখানে ইরানি হ্যাকারদের একটি পেজ স্থাপন করে দেয়া হয়েছিল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ও দেশটির পতাকা প্রদর্শন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, তার চলে যাওয়ায় আল্লাহর ইচ্ছায় তার কাজ ও পথ বন্ধ থাকবে না। যারা তিনিসহ অন্যান্য শহীদদের রক্তে নিজেদের নোংরা হাত রঞ্জিত করেছেন, সেই অপরাধীদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে।
পেজটিতে ছবির একটি ক্যাপশনে লেখা রয়েছে, ইরানের সাইবার সক্ষমতার ছোট্ট একটি অংশ এটি।

এছাড়াও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে দেখা গেছে এবং ছবি সম্পাদনা করে ট্রাম্পের গালে ঘুষি বসিয়ে দেয়া হয়েছে এবং রক্ত বের হওয়া চিত্রায়িত করা হয়।। পেজটিতে আরও লেখা রয়েছে, সোলাইমানির শাহাদত, বহু বছর ধরে কৃপাহীন প্রতিশোধ চলবে।

সেখানে আরও উল্লেখ করা হয়, আমরা এ অঞ্চলে আমাদের মিত্রদের সমর্থন করা থেকে পিছপা হবো না: ফিলিস্তিনে আগ্রাসনের শিকার মানুষ, ইয়েমেনে নির্যাতনের শিকার বাসিন্দারা, সিরিয়ার জনগণ ও সরকার, ইরাকের জনগণ ও সরকার, বাহরাইনের নির্যাতিত মানুষ, ফিলিস্তিন ও লেবাননের মুজাহিদি প্রতিরোধ, তাদেরকে আমরা সব সময়ই সমর্থন করবো। iqna

captcha