IQNA

এবার ইরাকে মার্কিন কার্গো বিমান বিধ্বস্ত

20:38 - January 29, 2020
সংবাদ: 2610130
আন্তর্জাতিক ডেস্ক: আল-ফুরাত নিউজ ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, ইরাকের আনবার প্রদেশে “C 27 J Spartan” মার্কিন সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।

ফুরাত নিউজের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত এব্যাপারে ইরাকি কর্মকর্তা অথবা মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) এ ব্যাপারে কোন মতামত প্রকাশ করেনি।

আল-আরবিয়া চ্যানেল টুইটার পৃষ্ঠায় আনবার প্রদেশে মার্কিন বিমান বিধ্বস্তের সংবাদটিও তুলে ধরেছে।

“C 27 J Spartan” বিমানটির নির্মাণ কাজ ১৯৯৭ সালে শুরু হয়েছিল এবং ২০০৪ সালে মার্কিন বিমান বিহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমানটি দীর্ঘ দূরত্বে গোলাবারুদ পরিবহনের পাশাপাশি সমুদ্র টহল ও হেলিবোর্নের অপারেশন ও আহতদের পরিবহনসহ অন্যান্য সামরিক কাজে ব্যবহৃত হতো।

এই বিমানটিতে ৪৬ জন যাত্রী অথবা ৬ জন চিকিৎসকসহ ৩৬ জন আহতকে স্থানান্তর করা যেতো।  iqna

 

captcha