IQNA

লন্ডনে হামলার দায় স্বীকার করল দায়েশ

20:15 - February 03, 2020
সংবাদ: 2610166
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ স্ট্র্যাথাম হাইরোডে এক ব্যক্তি ছুরি হাতে পথচারীদের ওপরে হামলা করে। পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। এই হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ স্বীকার করেছে।

ইভিনিং স্ট্যান্ডার্ডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশ তাদের নিজস্ব নিউজ সাইটে এক বিবৃতির মাধ্যমে স্ট্র্যাথাম হাইরোডে এই হামলার দায় স্বীকার করেছে।

রবিবার এক যুবক স্ট্র্যাথাম হাইরোডে ছুরি হাতে পথচারীদের ওপরে হামলা করে। পরবর্তীতে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।

হামলাকারীর পরিচয় সম্পর্কে পুলিশ করেছে: সুদেশ আম্মান নামের ২০ বছরের এক যুবক এই হামলা চালিয়েছিল।

গতকাল সুদেশ আম্মান লন্ডনের স্ট্র্যাথাম হাইরোডে পথচারীদের উপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করেছে। আহতদের মধ্যে মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। iqna

captcha