IQNA

আমেরিকান জোটের বিরুদ্ধে ইরাকিদের অভিযোগ

20:56 - February 19, 2020
সংবাদ: 2610262
তেহরান (ইকনা)-মানবাধিকার কমিশনারের এক সদস্য জানিয়েছে, ১৯শে ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ইরাকের জনগণ ৯২৬টি অভিযোগ করেছে।

ইরাকের মানবাধিকার কমিশনারের সদস্য আলী আল-বায়ানি ঘোষণা করেছেন: মার্কিন জোটের বিমান হামলার শিকার ৯২৬ জন ইরাকি নাগরিক মার্কিন নেতৃত্বাধীন “দায়েশ বিরোধী জোট”-এর বিরুদ্ধে ইরাকের সরকারের নিকট অভিযোগ করেছেন।

আল-বায়ানি বলেছেন: আমেরিকান জোটের বিরুদ্ধে ইরাকি সরকারের কাছে যারা অভিযোগ করেছেন তারা মূলত আল-আনবার, নেইনাওয়া ও কিরকুক প্রদেশের নাগরিক। তবে আমরা নিশ্চিত যে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকের এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোট দাবি করেছে যে, "সন্ত্রাসবিরোধী অভিযানের" সময় ইরাক ও সিরিয়ার ১৩৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে, নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন জোট এই দু’দেশে ১১৮০০ জন নিহত এবং ৮০০০ জনকে আহত করেছে।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে মার্কিন নেতৃত্বাধীন জোট বিগত পাঁচ বছর ধরে আইএসআইএসবিরোধী সংস্কার জোট গঠন করেছে। iqna

captcha