IQNA

করোনার প্রাদুর্ভাবে রামাল্লায় মসজিদ এবং গির্জা বন্ধ

20:01 - March 19, 2020
সংবাদ: 2610442
তেহরান (ইকনা)- ফিলিস্তিনের এন্ডোমেন্টস এবং ধর্ম মন্ত্রণালয় এবং রামাল্লার গির্জা কাউন্সিল এক বিবৃতিতে করোনাভাইরাসের বিস্তার রোধে রামাল্লা গির্জাসমূহে দোয়ার অনুষ্ঠান এবং মসজিদগুলোয় নামাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

করোনার প্রাদুর্ভাবে রামাল্লায় মসজিদ এবং গির্জা বন্ধফিলিস্তিনের এন্ডোমেন্টস মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, মানুষের জীবন রক্ষা করা এবং করোনাভাইরাস বিস্তার রোধে ফিলিস্তিনের সুপ্রিম কাউন্সিলের ফতোয়া ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সক্ষম কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছে যে, বিপদ মুক্ত না হওয়া পর্যন্ত রামাল্লাহর সকল মসজিদে জামাত সহকার নামাজ ও জুমার নামাজ অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।

এই মন্ত্রণালয় ফিলিস্তিনের জনগণের নিকট ঘরে নামাজ আদায় এবং এই মহামারি দূর হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছে।

এক্ষেত্রে রামাল্লার গির্জা পরিষদও একটি বৈঠকে এই শহরের সকল গির্জা বন্ধ ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে রবিবারের দোয়া সহকারে সপ্তাহের সকল ধর্মীয় কার্যক্রম সামিল করা হয়েছে।

এই কাউন্সিল স্বতন্ত্র প্রার্থনা অনুষ্ঠান পরিচালনার ব্যাপারে সম্মতি প্রদান করেছে।

ফিলিস্তিনের কর্তৃপক্ষের মুখপাত্র ইব্রাহীম মালহা গতকাল ঘোষণা করেছেন: করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোন রোগীকে সনাক্ত করা হয়নি। এপর্যন্ত এদেশে ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  iqna

 

captcha