সৌদি সরকার ঘোষণা করেছে: করোনাভাইরাস বিস্তার রোধ এবং অ্যান্টি-ভাইরাস পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে নামাজ স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদিনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদুল হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেওয়া হয় মদিনার মসজিদুল নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেওয়া হয় মসজিদ দুটি।
এদিকে, সৌদি সরকার আগামীকাল থেকে দুই সপ্তাহ’র জন্য আভ্যন্তরীণ সব ফ্লাইট, বাস, ট্রেন ও ট্যাক্সি সার্ভিট বন্ধ ঘোষণা করেছে। তবে, বিশেষ অনুমতিসাপেক্ষে ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী ফ্লাইট চলাচল করবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। এজন্য আপাতত ওমরাহ হজ এবং মক্কা ও মদিনা জিয়ারত বন্ধ রয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সম্পর্কে ঘোষণা করেছে, এপর্যন্ত এই ভাইরাকে ১৭১ জন আক্রান্ত হয়েছেন। iqna