IQNA

মালয়েশিয়া উপকূলে ২০২ রোহিঙ্গা বোঝাই নৌকা আটক

20:20 - April 05, 2020
সংবাদ: 2610540
তেহরান (ইকনা)- ২০২ জন মানুষসহ নিয়ে একটি নৌকা আটক করা হয়েছে মালয়েশিয়ার উপকূলে। আটককৃতদের রোহিঙ্গা বলে দাবি করছে কর্তৃপক্ষ। রোববার মালয়েশিয়ার সময় ভোরে এই ঘটনা ঘটে।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির উপ পরিচালক জুলিন্দা র‌্যামলি এএফপিকে জানিয়েছেন, একটি বড় মাছ ধরার নৌকা লঙ্কাউইতে উপকূলে পৌঁছালে সেটি আটক করা হয়। ধারণা করা হচ্ছে, নৌকা থাকা সবাই রোহিঙ্গা। অভিবাসনের জন্যই মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে তারা।

২০২ জনের মধ্যে ১৫২ জন পুরুষ, ৪৫ জন নারী ও পাঁচটি শিশু রয়েছে।

দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, মালয়েশিয়াতে লকডাউন চলছে। করোনাভাইরাস নিয়ে সবাই যখন ব্যস্ত ঠিক এমন সময় মানবপাচারকারীরা সুযোগ নেয়ার চেষ্টা করছে।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানায়, মালয়েশিয়ার সমুদ্র সীমায় প্রবেশ করেই নৌকায় থাকা তিনজন পালিয়ে যায়। তারাই নৌকাটি চালাচ্ছিলেন। প্রত্যেকেই মানবপাচারকারী দলের সদস্য।
সূত্র: rtvonline

captcha