IQNA

বাবার মতোই তিলাওয়াত করছেন তারোতির ছেলে + ভিডিও

18:53 - May 28, 2020
সংবাদ: 2610862
তেহরান (ইকনা): “ক্ষুদে তারোতি” নামে প্রসিদ্ধ “মাহমুদ আব্দুল ফাত্তাহ আত-তারোতি” হচ্ছেন মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল ফাত্তাহ আত-তারোতির ছেলে। তিনি তার বাবার মতোই কুরআন তিলাওয়াত করেন বলে তাকে সকলে ক্ষুদে তারোতি হিসেবে চেনেন।

মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল ফাত্তাহ তারোতির ছেলে “মাহমুদ আব্দুল ফাত্তাহ আত-তারোতি” সেদেশের রেডিও ও টেলিভিশনে নিয়মিত কুরআন তিলাওয়াত করেন। তার চাচা শাইখ মুহাম্মাদ আত-তারোতিও মিশরের রেডিও’র নিয়মিত ক্বারি।

১৬ বছর বয়সী মিশরীয় ক্বারি কুরআনিক পরিবারের সন্তান। সুললিত কণ্ঠের অধিকারী মাহমুদ আব্দুল ফাত্তাহ আত-তারোতি তার বাবা ও চাচার নিকট থেকে কুরআন তিলাওয়াতের সকল কৌশল আয়ত্ত করেছেন। তিনি মিশরের জাকিজিক শহরের অদূরে তারোতি শহরে জীবন যাপন করেন।

৫ বছর বয়স থেকে তিনি কুরআন হেফজ করা শুরু করেন। মাহমুদ আব্দুল ফাত্তাহ আত-তারোতি তার কুরআনের শিক্ষক, পিতা এবং চাচার সহযোগিতায় সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

“ক্ষুদে তারোতি” নামে প্রসিদ্ধ “মাহমুদ আব্দুল ফাত্তাহ আত-তারোতি” পড়াশুনায় অত্যন্ত পরিশ্রমী এবং তার স্বপ্ন মেডিকেলে পড়াশোনা করা। বর্তমানে তিনি পড়াশুনার পাশাপাশি মিশরের কুরআন রেডিওতে তিলাওয়াত করছেন।

তার পিতা শাইখ আবদুল ফাত্তাহ আল-তারোতি তাকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং মিশরের প্রবীণ ক্বারিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি মিশরের কুরআনিক রেডিওতে কুরআন তিলাওয়াত করেছেন। এটি হচ্ছে মিশরে নতুন কুরআন তিলাওয়াতের অন্যতম স্তম্ভ।

প্রসিদ্ধ ক্বারি আব্দুল ফাত্তাহ আত-তারোতি (পিতা) ৮ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। তার সুললিত কণ্ঠের তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী তিনি খ্যাতি অর্জন করেছেন। স্পেন ও আমেরিকার ১৬ জন অমুসলিম তার তিলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

নীচের ভিডিওতে শেখ আবদুল ফাত্তাহ আল-তারোতির পুত্রের তিলাওয়াত দেখুন:  

iqna

captcha