IQNA

ইমাম আলী (আ.)এর পবিত্র মাযাররে পক্ষ থেকে;

নাজাফে আশরাফে “ইমাম আলী (আ.); কুরআনে নাতিক” ওয়েবিনার

20:22 - February 13, 2021
সংবাদ: 2612246
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের কুরআনিক কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫শে ফেব্রুয়ারি “ইমাম আলী (আ.); কুরআনে নাতিক” ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই অনুষ্ঠানটি ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিক অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হবে।


ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং কুরআনিক কেন্দ্রের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।


ইমাম আলী (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে নাজাফে আশরাফে কুরআনিক সেন্টাররে নতুন ভবন উদ্বোধন, ক্বাবায় জন্মগ্রহণকারীর আলোকে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দুইটি কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।


এছাড়াও ইরাকি কুরআন ইনস্টিটিউটসমূহের ভার্চুয়াল সমাবেশ এবং তাফসির ও কুরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে ইমাম আলী (আ.)এর বিশিষ্ট ভূমির আলোকে “ইমাম আলী (আ.); কুরআনে নাতিক” আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠান ২১ থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। iqna

 

captcha