বার্তা সংস্থা ইকনা: আহলে বায়েত (আ.)এর ভক্তদের উদ্যোগে ‘আশুরার যুবক’ নামক দ্বিতীয় সেমিনার ২৫শে অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারে মুহাররম মাস ও আশুরার গুরুত্ব এবং ইমাম হুসাইন (আ.)এর বিপ্লবের আলোকে বক্তৃতা পেশ করেন ইচারী শহরের জামে মসজিদের ইমাম ‘ইলকার ইব্রাহিম উগুলু’, নামিক মিকাইল উগুলু, আদেল আজিজোফ এবং জিব্রাইল আলী উফ।
3398240