IQNA

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের সংবর্ধনা + ছবি

23:54 - November 01, 2015
সংবাদ: 3432359
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সরকার কুরআন চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারায় আজ বাংলাদেশ কুরআন প্রতিযোগিতায় বিশ্বে শীর্ষস্থান অধিকার করতে পেরেছে। বাংলাদেশি হাফেজ ও কারিগণ আন্তর্জাতিক হিফজ ও কিরাত প্রতিযোগিতায় প্রায় প্রতি বছরই পুরস্কৃত হচ্ছেন। গত কয়েক বছর ধরে আমাদের হাফেজ ও কারিগণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুসলিম বিশ্বে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন। একটি অনারব দেশ হিসেবে বাংলাদেশের এ অর্জন বিশ্বসভায় প্রশংসার দাবি রাখে।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ মোস্তফা আইজ্জাত, ইরান কালচারাল সেন্টারের পরিচালক আসগর খসরুয়াবাদী, বাহরাইনের ইসলামিক অ্যাফেয়ার্স ও ওয়াক্ফ মন্ত্রণালয়ের আল কোরান ডাইরেক্টরেটের পরিচালক আবদুল্লাহ আবদুল আজিজ কাহতান আল ওমারি এবং জামিয়াতুল ফালাহ মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত অর্ধশতাধিক বাংলাদেশি হাফেজকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। হিফজ প্রতিযোগিতার বিচারকসহ খ্যাতনামা হিফজ প্রতিষ্ঠানের প্রধানগণকেও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত হিফজ প্রতিযোগিতার ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

3427124

captcha