IQNA

ফ্রান্সের মেট্রোয় হিজাবী নারীর ওপর ইসলাম বিদ্বেষীদের হামলা

16:32 - November 20, 2015
সংবাদ: 3454780
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ফ্রান্সে সন্ত্রাসী হামলার সূত্রধরে সেদেশের মার্সি শহরের মেট্রোয় এক হিজাবী নারীর ওপর হামলা করেছে এক দল ইসলাম বিদ্বেষী যুবক। এ হামলার ফলে মুসলিম নারী গুরুত্বর আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ১৮ই নভেম্বর ফ্রান্সের মার্সি শহরের মেট্রোয় প্রবেশের সময় এক মুসলিম নারীর ওপর হামলা করেছে ইসলাম বিদ্বেষীরা। এ হামলার ফলে মুসলিম নারী গুরুত্বর আহত হয়েছে এবং তাকে হাসপাতে ভর্তী করানো হয়েছে।
মসজিদের দেওয়ালে অবমাননাকর উক্তি লেখা এবং মুসলমানদের কবরেস্তানের অবমাননা সহ সেদেশে বসবাসকৃত মুসলমানেরা বিভিন্ন স্থানে বৈষম্যের স্বীকার হচ্ছে।
অথচ ফ্রান্সে খ্রিস্টানদের পর মুসলমানদের সংখ্যা অধিক এবং সেদেশে প্রায় ৮০ লাখ মুসলিম অধিবাসী জীবন যাপন করছে।
3454481
 

captcha