IQNA

সোমবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন

22:42 - November 21, 2015
সংবাদ: 3455348
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে আগামী সোমবার সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ওই দিনই তেহরানে অনুষ্ঠেয় গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ’র শীর্ষ বৈঠকে যোগ দেবেন পুতিন। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বৈঠকে দু পক্ষ পরমাণু শক্তি, তেল-গ্যাস এবং সামরিক-প্রযুক্তি সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে উশাকোভ জানান। এছাড়া, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গেও পুতিন সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ২০০৭ সালের পর এটিই হবে পুতিনের প্রথম ইরান সফর।
১৮টি দেশ এবং পর্যবেক্ষক সদস্য নিয়ে জিইসিএফ গঠিত। এর স্থায়ী সচিবালয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত। সংস্থার সদস্য দেশগুলো হলো- আলজেরিয়া, বলিভিয়া, মিশর, গায়ানা, ইরান, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, রাশিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা। এ ছাড়া, পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে ইরাক, কাজাখস্তান, নেদারল্যান্ড, নরওয়ে, ওমান এবং পেরু।

captcha