IQNA

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ১৮

11:08 - October 26, 2021
সংবাদ: 3470875
তেহরান (ইকনা): নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের মাশেগু শহরের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন।
সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
 
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পর পরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাথাড়ি গুলি চালায়। 
 
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে হামলায় নিহতের সংখ্যা ১৮ জনের বেশি হতে পারে, কারণ হামলার পর হতাহতকারীদের মধ্যে অনেকের অবস্থা নির্ধারণ করা হয়নি যে, তাই তারা জীবিত আছেন নাকি।
 
নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এই গ্রামবাসী ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
নাইজার রাজ্যের মাশেগু শহরের অদূরে মাজাকোকা গ্রামে সোমবার দুপুরে বোমারু বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা, যারা ফুলানি সম্প্রদায়ের বলে মনে করা হয়, তারা পালিয়ে যেতে সক্ষম হয়। নাইজেরিয়াতে অনুরূপ জাতিগত সহিংসতা এখনও অব্যাহত রয়েছ। জল এবং ভূমিতে অ্যাক্সেস নিয়ে কয়েক দশক ধরে চলা সংঘাতের ফল। ফুলানি উপজাতির কিছু সদস্য জল ও স্থলে আরও প্রবেশাধিকার পেতে হাউসা উপজাতির বিরুদ্ধে অস্ত্র তুলেছে। যার ফলে এধরণের হামলা ও হতাহতে ঘটনা ঘটছে। 
 
সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।
 
সাম্প্রতিক হামলা উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য এবং মধ্য নাইজেরিয়ার অশান্ত নিরাপত্তা পরিস্থিতির আরেকটি উদাহরণ। বিশেষ করে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মারাত্মক সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
 
এক সপ্তাহ আগে, হামলাকারীরা উত্তর-পশ্চিম নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি গ্রামীণ এলাকায় হামলা চালায়। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় অন্তত ৪০ জন গ্রামবাসী নিহত হয়েছেন।  iqna
 
 
captcha