IQNA

ইরাকের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল ইরান

21:54 - November 07, 2021
সংবাদ: 3470934
তেহরান (ইকনা): ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। প্রতিবেশী আরব দেশটিতে স্থিতিশীলতা, নিরাপত্তা ও ঐক্যের প্রতি অব্যাহত সমর্থন রয়েছে বলে তেহরান উল্লেখ করেছে।
ইরাকের নিরোপত্তা ও উন্নতি টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (রোববার) সমস্ত ইরাকি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এই ধরনের ঘটনা তাদের স্বার্থ রক্ষা করে যারা গত ১৮ বছর ধরে ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে নিজেদের অশুভ লক্ষ্য অর্জন করার চেষ্টা করছে।”   পার্সটুডে
 
ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রী অক্ষত ও সুস্থ থাকায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন, ঐক্য ও সংহতির মাধ্যমে দেশটির জনগণ, সরকার ও রাজনৈতিক নেতারা দেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে অবদান রাখবেন।   
 
এর আগে, আজ সকালের দিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ইরাকি প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টাকে নতুন উসকানি বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই হামলা নিরাপত্তাহীনতা, বিভক্তি ও অস্থিশীলতা ছাড়া আর কিছুই দিতে পারে নি। iqna
 
 
 
captcha