IQNA

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৮২ হাজারে

7:22 - November 24, 2021
সংবাদ: 3471028
তেহরান (ইকনা): মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৮২ হাজারে। শনাক্তের সংখ্যা ২৫ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫১ লাখ ৮২ হাজার ৪২৯ জন। আর শনাক্ত হয়েছে ২৫ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার ৩২৪ জন।
 
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ১০১ জন।
 
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে চার কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ২১৬ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৬ হাজার ২১৭ জনের।
 
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৬ হাজার ১৪৭ জনের।
 
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৩৮ হাজার ৭৩১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৩ হাজার ২৪০ জনের।
captcha