IQNA

তুরস্কে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপির সন্ধান

8:01 - November 24, 2021
সংবাদ: 3471029
তেহরান (ইকনা): তুরস্কের কোনিয়া প্রদেশের কর্মকর্তারা উসমানীয় যুগের পবিত্র কুরআনের ৪৫০ বছরের প্রাচীন একখণ্ড পাণ্ডুলিপির সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন।
কোনিয়া প্রদেশের কর্মকর্তারা উক্ত প্রদেশে পবিত্র কুরআনের একটি ঐতিহাসিক পাণ্ডুলিপি আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। উক্ত পাণ্ডুলিপিটি ষোড়শ শতাব্দীর সুলতান সেলিমের শাসনামলের অন্তর্গত। বর্তমান কোনিয়া প্রদেশের কারা পিনার শহরের একটি মসজিদে হাদিয়া করা পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি সুলতান সেলিম মসজিদে দান করেছিলেন।
 
এই পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠায় নাসতালিক বর্ণমালা পরিলক্ষিত হয়েছে এবং তারপর নাসখ লিপিতে মসজিদে হাদিয়া করার তারিখ এবং সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির আয়াতসমূহ নাসখ লিপিতে লেখা হয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় আয়তক্ষেত্র আকারে রয়েছে। ভিতরে আয়াত লেখা আছে। এই পাণ্ডুলিপির মার্জিনগুলি সোনালি নয়, তবে প্রতিটি পৃষ্ঠার ফ্রেম লাল কালিতে আঁকা হয়েছে এবং আয়াতসমূহ কালো কালিতে লেখা হয়েছে। দুর্ভাগ্যবশত, এই সূক্ষ্ম সংস্করণের মাত্র ১০ পারা  অবশিষ্ট আছে এবং অন্যান্য অংশের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
 
অতিরিক্ত সুরক্ষার জন্য এই সূক্ষ্ম পাণ্ডুলিপিটি একটি বিশেষ কাঁচের কেসে সংরক্ষণ করা হয়েছে। iqna
 

 

captcha