IQNA

সুইডেনে মুসলিম কবরস্থান নির্মাণে আপত্তি

15:30 - September 24, 2025
সংবাদ: 3478122
ইকনা - সুইডেন ডেমোক্র্যাট পার্টি হোরবি গির্জার নিকটে মুসলিম কবরস্থান নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে।

সওতুশশিয়ার বরাতে ইকনা জানিয়েছে, হোরবি গির্জার কবরস্থানের পাশে নতুন মুসলিম কবরস্থান নির্মাণের সিদ্ধান্ত গির্জা কাউন্সিলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।

এই বিতর্ক শুরু হয় যখন সুইডেন ডেমোক্র্যাট পার্টি (SD) একটি প্রচারপত্র বিতরণ করে, যেখানে মুসলিম কবরস্থান নির্মাণকে "প্রভুত্বের প্রতীক" এবং "খ্রিস্টীয় মূল্যবোধের প্রতি হুমকি" হিসেবে বর্ণনা করা হয়।

এই প্রচারপত্রটি গির্জা নির্বাচনের তিন দিন আগে প্রকাশিত হয় এবং অনেকে এটিকে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা বলে মনে করেন। প্রচারপত্রে অর্ধচন্দ্র চিহ্নযুক্ত কবরে ছবি দেওয়া হয় এবং দাবি করা হয় যে মুসলমানরা কবরগুলো উঁচু জায়গায় করার অনুরোধ করেছেন, যাতে খ্রিস্টানদের "বৃষ্টির পানি" গোরস্থানে প্রবেশ না করে।

অন্যদিকে, সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি ও গির্জা কাউন্সিলের সহ-সভাপতি রবার্ট স্টেনবেক এসব দাবিকে নাকচ করে বলেন, এ স্থানটি কেবল প্রযুক্তিগত কারণে নির্বাচন করা হয়েছে। মুসলিম কবরগুলো এমন জমিতে হবে যা আগে ব্যবহার হয়নি, খ্রিস্টানদের পুরনো কবরে নয়। তিনি আরও বলেন, পুরো কবরস্থানকে ইসলামিক কবরস্থানে রূপান্তরের প্রচারটি দেশে মুসলমানদের বিরুদ্ধে ভীতির প্রচারণা ছাড়া আর কিছু নয়।

অপরদিকে, গির্জা কাউন্সিলে সুইডেন ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি কাই ইয়ার্ল বলেন, তাদের দল মুসলিম কবরস্থানের বিরোধী নয়, তবে খ্রিস্টান জমিতে তা নির্মাণকে প্রত্যাখ্যান করে। তিনি গির্জাকে খ্রিস্টীয় ও সুইডিশ মূল্যবোধের প্রতীক হিসেবে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন।

স্টেনবেক জানান, মুসলিম কবরস্থান সরবরাহ করা গির্জার দায়িত্বের অংশ। নতুন এই কবরস্থান দুই বছর আগে পরিকল্পনা করা হয়েছিল এবং এ বছরের শরতে উদ্বোধন হবে। এতে ৬৬টি কবরের ব্যবস্থা থাকবে, যা বিদ্যমান প্রায় পাঁচ হাজার খ্রিস্টান কবরের তুলনায় খুবই সীমিত। তিনি আরও বলেন, এ কবরস্থান বছরে মাত্র দুই বা তিনজন মুসলিমকে দাফনের জন্য ব্যবহৃত হবে এবং এতে স্বজনরা দূরে না গিয়ে সহজেই কবর জিয়ারত করতে পারবেন। 4306738#

 

captcha