IQNA

মেহর মাসের সুবাস: স্কুলের প্রভাত সংগীত ও প্রতিরোধ সংগ্রামের স্মৃতি  

15:19 - September 25, 2025
সংবাদ: 3478127
ইকনা- ৩১ শাহরিভার মোতাবেক ২২ সেপ্টেম্বর ও ১লা মেহর অর্থাৎ ২৩ সেপ্টেম্বর, থেকে শুরু হয় পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ; ১৯৮০ সালের এ দিনে ইরানের ওপর ইরাকের ডিক্টেটর সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধের সূচনা হয়েছিল। তাই ইরানী জাতির প্রতিরোধ সংগ্রাম ও যুদ্ধের একই সাথে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ এবং এটাই হচ্ছে ইরানী শিক্ষার্থীদের একহাতে সংগ্রামের অসি বা হাতিয়ার এবং অন্য হাতে  বিদ্যা ও জ্ঞানার্জনের উপায় উপকরণ অর্থাৎ মসি (কলম) ও কিতাব (পাঠ্য পুস্তক)।

৩১ শাহরিভার মোতাবেক ২২ সেপ্টেম্বর ও ১লা মেহর অর্থাৎ ২৩ সেপ্টেম্বর, থেকে শুরু হয় পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ; ১৯৮০ সালের এ দিনে ইরানের ওপর ইরাকের ডিক্টেটর সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধের সূচনা হয়েছিল। তাই ইরানী জাতির প্রতিরোধ সংগ্রাম ও যুদ্ধের একই সাথে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ এবং এটাই হচ্ছে ইরানী শিক্ষার্থীদের একহাতে সংগ্রামের অসি বা হাতিয়ার এবং অন্য হাতে  বিদ্যা ও জ্ঞানার্জনের উপায় উপকরণ অর্থাৎ মসি (কলম) ও কিতাব (পাঠ্য পুস্তক)।

باز آمد بوی ماه مدرسه

৩১ শাহরিয়ার (২২ সেপ্টেম্বর) নতুন শিক্ষাবর্ষ বরণের স্মৃতি বিজড়িত সংগীত:

বয্ অমাদ বুয়ে মহে মাদ্রাসে

আবারো এসেছে স্কুল শুরুর মাসের সুঘ্রাণ ও সুবাস

شاعر: قیصر امین پور

কবিতা বা কাব্য: বিপ্লবী কবি মরহুম কায়সার আমীনপূর্

 

باز آمد بوی ماه مدرسه

বয্ অমাদ বুয়ে মহে মাদ্রাসে

আবারো এসেছে স্কুল শুরুর মাসের সুঘ্রাণ ও সুবাস

بوی بازی های راه مدرسه

( আবারো এসেছে) স্কুলে যাওয়ার পথে খেলাধুলার সুঘ্রাণ ও সুবাস

بوی ماهِ مهر، ماه مهربان

বুয়ে মহে মেহর্,মহে মেহরাবন্

(আবারো এসেছে) মেহেরবান (স্নেহ ও দয়ার্দ্রতার) মাস,মেহর্ মাসের সুঘ্রাণ ও সুবাস **১

 

 

بوی خورشید پگاهِ مدرسه

বুয়ে খোরশীদে পেগহে মাদ্রাসে

(আবারো এসেছে) স্কুলের প্রভাতকালীন সূর্যের সুঘ্রাণ ও সুবাস

 

 

از میان کوچه های خستگی

আয্ মিয়নে কুচে হয়ে খাস্থেগী

ক্লান্তি শ্রান্তির অলিগলি থেকে

می گریزم در پناه مدرسه

মি গোরিযাম্ দার্ পা ন সে মাদ্রাসে

পালিয়ে এসে আশ্রয় নিচ্ছি আমি স্কুলের আঙ্গিনায়

 

باز می بینم ز شوق بچه ها

বয্ মি বীনাম্ যে শৌক্বে বাচ্চে হ

আবারো দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা থেকে

اشتیاقی در نگاهِ مدرسه

এশতিয়ক্বী দার্ নে গ হে মাদ্রাসে

লেখাপড়ার ব্যাপারে এক বিরাট আগ্রহ তাদের চোখে

زنگ تفریح و هیاهوی نشاط

যাইঙ্গে থাফরীহো হা য় হুয়ে নেশথ্

বিরতির ঘন্টায় শিক্ষার্থীদের হৈচৈ ও প্রাণচাঞ্চল্য

خنده های قاه قاه مدرسه

খান্দে হয়ে ক্বহ্ ক্বহে মাদ্রাসে

আর তাদের প্রাণখোলা হাসি

باز بوی باغ را خواهم شنید

বয্ বুয়ে বঘ্ র খ্বহাম শেনীদ্

আবারো শুনতে পাব বাগ-বাগিচার সুঘ্রাণ ও সুবাসের স্তুতি

از سرود صبحگاه مدرسه

আয্ সোরূদে সোবহ্ গহে মাদ্রাসে

স্কুলের প্রভাতফেরির সংগীত হতে

روز اول لاله ای خواهم کشید

রুযে আভভাল্ ললে ই খ্বহাম্ কেশীদ্

ক্লাস শুরুর প্রথম দিন আঁকব আমি

একটি রক্তিম লালা (টিউলিপ) ফুলের ছবি

سرخ، بر تخته سیاه مدرسه

সোর্খ্, বার তাখথেয়ে সিয়হে মাদ্রাসে

ক্লাসের ব্ল্যাকবোর্ডে

অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান

 باز آمد بوی ماه مدرسه

সংগীতটি শোনার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন:

 

https://share.google/gRTTqIRuAtaG3V1yy

পাদটীকা:

[**১ মেহর্ মাস হচ্ছে ফার্সী সৌর হিজরী সালের ৭ম মাস  ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর);আর মেহর্ শব্দের অর্থ। হচ্ছে স্নেহ,দয়া ও মমতা এবং সূর্য (মিহির)।আর ১লা মেহর থেকে ইরানে নতুন শিক্ষাবর্ষ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

উল্লেখ্য যে ৩১ শাহরিভার মোতাবেক ২২ সেপ্টেম্বর ও ১লা মেহর অর্থাৎ ২৩ সেপ্টেম্বর, থেকে শুরু হয় পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ; ১৯৮০ সালের এ দিনে ইরানের ওপর ইরাকের ডিক্টেটর সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধের সূচনা হয়েছিল। তাই ইরানী জাতির প্রতিরোধ সংগ্রাম ও যুদ্ধের একই সাথে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ এবং এটাই হচ্ছে ইরানী শিক্ষার্থীদের একহাতে সংগ্রামের অসি বা হাতিয়ার এবং অন্য হাতে  বিদ্যা ও জ্ঞানার্জনের উপায় উপকরণ অর্থাৎ মসি (কলম) ও কিতাব (পাঠ্য পুস্তক)। উল্লেখ্য যে ইরানের ওপর ইরাকের ৮ বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে ৪০ হাজার ইরানী ছাত্র ছাত্রী দেশ প্রতিরক্ষার জিহাদ ও যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন।আর এ বছরের (২০২৫) ইরানের ওপর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে প্রায় ১০০ জন ইরানী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীও শাহাদাত বরণ করেছেন। আর ৮০৬ বছর আগে এই ১লা মেহর মোতাবেক ২৩ সেপ্টেম্বর ১২১৯ সালে ইরানে মুঘোল (মোঙ্গল) চেঙ্গিয খান-হালাকু খানের আগ্রাসন, আক্রমণ ও যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইরানে ১৫ মিলিয়ন ইরানী দখলদার হানাদার মোঙ্গল সেনাবাহিনীর গণ ও প্রজন্ম হত্যায় শাহাদাত বরণ করেন।ইরান প্রায় ৮০-১০০ বছর মোঙ্গল শাসনাধীনে চলে যায় এবং ১০০ বছরের রক্তাক্ত প্রতিরোধ যুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের পর চতুর্দশ শতাব্দীতে ইরানের সার্বেদরন প্রতিরোধ আন্দোলনের সেনাবাহিনীর হাতে খোরাসানের বাশতীনে সর্বশেষ মোঙ্গল শাসক আবু সাঈদ পরাজিত ও নিহত হলে ইরানে শতবর্ষ ব্যাপী মোঙ্গল শাসন ও শোষণের চির অবসান হয় এবং ইরান তার হারানো স্বাধীনতা ফিরে পায়। উল্লেখ্য ইরান সহ মধ্য এশিয়ায় মোঙ্গল চেঙ্গিস-হালাকু খানের আক্রমণে ৩০ মিলিয়নের অধিক মুসলমান সেই ৮০৬ বছর আগে শহীদ হয়েছিলেন। এই নৃশংস হামলায় গোটা ইরান ও মধ্য এশিয়া বিরান ধ্বংস স্তুপে পরিণত হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে ইরানের প্রাচীন ও সমসাময়িক ইতিহাসে বড় তিন উল্লেখযোগ্য ঘটনা ও উপলক্ষ এই মেহর মাসে (সেপ্টেম্বর মাসে) রয়েছে।]

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha