আন্তর্জাতিক গাজা অবরোধ ভাঙা কমিটি জানিয়েছে, ‘সামুদ’ নৌবহর বর্তমানে মিশরের মার্সা মতরুহ বন্দরের উত্তরে অবস্থান করছে এবং গাজায় পৌঁছাতে তাদের আরও ৬৬৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে।
এই কমিটির মতে, নৌবহরে প্রায় ৪৫টি জাহাজ রয়েছে এবং ধারণা করা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে এটি গাজার উপকূলে পৌঁছাবে।
গত কয়েক দিন ধরে বহু জাহাজ এই নৌবহরের অংশ হিসেবে গাজার দিকে যাত্রা করেছে, যার উদ্দেশ্য অবরোধ ভেঙে বিশেষ করে চিকিৎসা সামগ্রীসহ মানবিক সাহায্য গাজায় পৌঁছে দেওয়া।
এটি প্রথমবার যে এত বিপুল সংখ্যক জাহাজ একত্রে গাজার উদ্দেশে যাত্রা করেছে; যেখানে প্রায় ২৪ লাখ ফিলিস্তিনি ইসরায়েলের ১৮ বছরের অবরোধে বসবাস করছে।
ইসরায়েলি প্রস্তুতি
অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দখলদার এই শাসনব্যবস্থা নৌবহরের মোকাবিলায় ডজনখানেক হেলিকপ্টার এবং শতাধিক সৈন্য ও নৌ-কমান্ডো বাহিনীকে ‘শায়েতেত ১৩’ ইউনিট থেকে মোতায়েনের প্রস্তুতি নিয়েছে, যার লক্ষ্য নৌবহর দখল করা। 4307743#