IQNA

প্যারিসের মসজিদের দাবি: কুরআন অবমাননাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক

20:09 - October 02, 2025
সংবাদ: 3478172
ইকনা- প্যারিসের কেন্দ্রীয় মসজিদ কর্তৃপক্ষ দেশটির পুলিশকে আহ্বান জানিয়েছে, ফ্রান্সের মধ্যাঞ্চলে একটি মসজিদে হামলা ও কুরআন অবমাননার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য।
ইকনা সূত্রে আনাতোলির খবরে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে—ফ্রান্সের মধ্যাঞ্চলের শহর ক্লেরমঁ-ফেরঁ (Clermont-Ferrand)-এ এক ব্যক্তি মসজিদে হামলা চালিয়ে একাধিক কুরআনের কপি ছিঁড়ে ফেলে।
অভিযুক্ত ব্যক্তি মসজিদের প্রাঙ্গণে ক্ষতিসাধন করে এবং নামাজ আদায়রত মুসল্লিদের হুমকি দেয়।
প্যারিসের কেন্দ্রীয় মসজিদ এক বিবৃতিতে (প্রকাশিত X সামাজিক মাধ্যমে) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর শামিল।
মসজিদ কর্তৃপক্ষ ফরাসি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং দেশে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী কার্যক্রম নিয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করতে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীর সন্ধানে অভিযান চলছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে ঘোষিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত নথিভুক্ত ইসলামবিদ্বেষী কার্যক্রম গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে এবং ব্যক্তির ওপর হামলার ঘটনা বেড়েছে তিন গুণ।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ১৪৫টি ইসলামবিদ্বেষী ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৮৩টি।
একই সূত্র অনুযায়ী, এ বছর ব্যক্তির ওপর হামলার সংখ্যা ২০৯ শতাংশ বেড়ে ৯৯টিতে দাঁড়িয়েছে, যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ৩২টি। 4308221#
 
captcha