IQNA

টেক্সাসে মুসলিম শিশুর ওপর হামলার দায়ে এক নারীর ৫ বছরের কারাদণ্ড

20:11 - October 02, 2025
সংবাদ: 3478173
ইকনা- টেক্সাস অঙ্গরাজ্যের একটি আদালত ৩ বছরের এক মুসলিম শিশুকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
ইকনা সূত্রে স্টার-টেলিগ্রাম জানায়, টেক্সাসের উত্তরাঞ্চলের একটি আদালত এলিজাবেথ উলফ (৪২) নামে এক নারীকে ২০২৪ সালের মে মাসে ৩ বছরের এক মুসলিম কন্যাশিশুর ওপর হামলার দায়ে কারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৯ মে তারিখে টেক্সাসের ইউলেস এলাকায়। অভিযোগ অনুযায়ী, এলিজাবেথ উলফ এক মুসলিম নারীর সঙ্গে তর্কে জড়ায়। ওই নারী হিজাব পরিহিত ছিলেন এবং সন্তানের সঙ্গে আরবি ভাষায় কথা বলছিলেন। এরপর উলফ শিশুটিকে ধরে জোরপূর্বক পানির নিচে ডুবিয়ে তাকে হত্যার চেষ্টা করে।
হামলাকারীকে পরবর্তীতে হত্যাচেষ্টা এবং শিশুর ওপর হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়। আদালতে তিনি অপরাধ স্বীকার করেন এবং তাকে হত্যাচেষ্টার দায়ে ৫ বছর ও শিশুর ওপর আঘাতের দায়ে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উলফ শিশুটির ৬ বছর বয়সী ভাইকেও ধরে ফেলার চেষ্টা করেছিল, তবে সে পালাতে সক্ষম হয়। তবে সে-ও শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
এই রায় এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বিদ্বেষমূলক আচরণ ও সহিংসতা বেড়ে চলেছে। CAIR (Council on American-Islamic Relations) ও অন্যান্য সংগঠনের তথ্য অনুযায়ী, কেবল ২০২৪ সালেই ৮,৬৫৮টি মুসলিম ও আরব-বিরোধী অভিযোগ নথিভুক্ত হয়েছে—যা ১৯৯৬ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এর আগে, অক্টোবর ২০২৩-এ যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ৬ বছর বয়সী মুসলিম শিশু ওয়াদিয়া আল-ফিয়ুম তার বাড়িওয়ালার হাতে বিদ্বেষমূলক অপরাধে ছুরিকাঘাতে নিহত হয়। 4308154#
 
captcha