ইকনা সূত্রে আল-জাজিরা জানিয়েছে, বহরের প্রধান জাহাজ ‘আলমা’-এর কাছাকাছি একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ পৌঁছেছে এবং তা মারাত্মক হস্তক্ষেপ চালিয়ে যোগাযোগ ব্যবস্থা ও এমনকি জাহাজের ইঞ্জিনও বিকল করে দিয়েছে।
নৌবহরের মুখপাত্র বলেছেন, যদি ইসরায়েলি সেনারা বহরের কোনো নৌকায় হামলা চালায়, তবে অন্য নৌকাগুলো তাদের যাত্রা অব্যাহত রাখবে।
বহরের আয়োজকদের মতে, আগামী ৭ থেকে ১০ ঘণ্টার মধ্যে তারা সেই ‘তীব্র ঝুঁকিপূর্ণ এলাকায়’ প্রবেশ করবে, যেখানে ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও হামলার সম্ভাবনা অত্যন্ত বেশি।
ফিলিস্তিন তথ্যকেন্দ্র জানিয়েছে, ‘সমুদ’ নৌবহর এক বিবৃতিতে বলেছে:
“আজ রাতে আমরা তীব্র ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করছি। আমাদের নিরাপত্তা ও জীবন আন্তর্জাতিক সমাজের নজরদারি ও সহযোগিতার ওপর নির্ভর করছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহরের জন্য একটি ‘নিরাপদ করিডর’ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, এই নৌবহরের ওপর কোনো হামলা মানেই ফিলিস্তিনি জনগণের ওপর হামলা।
অন্যদিকে, সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, ইসরায়েলি নৌবাহিনী বহরটিকে গাজার তীরে পৌঁছানো থেকে বিরত রাখতে প্রস্তুত রয়েছে এবং এ জন্য দশকাধিক নৌকা ও বিশেষ নৌ-ইউনিট মোতায়েন করা হয়েছে। 4308131#