IQNA

সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা

গাজার হিমঘরের সামনে এক ফিলিস্তিনি কন্যার কুরআন তেলাওয়াত

10:34 - October 09, 2025
সংবাদ: 3478217
ইকনা- আরবি ভাষাভাষী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সম্প্রতি একটি হৃদয়স্পর্শী ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়—গাজার এক কন্যাশিশু শহীদদের মরদেহ সংরক্ষিত একটি হিমঘরের সামনে পবিত্র কুরআন তেলাওয়াত করছে।
ইকনা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আল-জাজিরার সূত্রে জানা যায়: সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়—দির আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালের হিমঘরের সামনে দাঁড়িয়ে এক ফিলিস্তিনি কন্যা পবিত্র কুরআন পাঠ করছে। এই দৃশ্যটি বর্তমান কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনি শিশুদের অবিচল বিশ্বাস ও দৃঢ় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দর্শকদের গভীর প্রশংসা ও আবেগের সাড়া জাগিয়েছে। অনেকেই ফিলিস্তিনি শিশুদের জন্য দোয়া করে তাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন:
“প্রিয় মেয়ে, আল্লাহ তোমাকে রক্ষা করুন, তাঁর করুণার ছায়ায় নিরাপদ ও বিজয়ী রাখুন।”
অন্য এক ব্যবহারকারী লিখেছেন:
“ফিলিস্তিনের শিশুরা আল্লাহর প্রিয়, তারা পৃথিবীর প্রকৃত বীর... মহান দয়ালুর আশ্রয়ে তোমরা নিরাপদ, বিজয়ী ও সফল হও।”
কিছু ব্যবহারকারী কুরআনের শিক্ষামূলক ও ধর্মীয় প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন—যা গাজার শিশুদের হৃদয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছে।
এছাড়াও, ফিলিস্তিনি শিশুদের দলগত কুরআন হেফজ ও তেলাওয়াতের দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। ব্যবহারকারীরা এই চিত্রগুলোকে গাজার অবরোধ ও সংঘাতের মধ্যেও নতুন প্রজন্মের ধৈর্য, বিশ্বাস ও অবিচল সংকল্পের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। 4309608#
 
 
captcha