IQNA

এক বছরে বাংলাদেশে ২৫৬টি মসজিদ নির্মাণ

10:39 - October 09, 2025
সংবাদ: 3478218
ইকনা- কাতার চ্যারিটি ফাউন্ডেশন জানিয়েছে যে গত এক বছরে বাংলাদেশে মোট ২৫৬টি মসজিদ নির্মাণ করা হয়েছে।

ইকনা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আল-জাজিরার সূত্রে জানা যায়: ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে কাতার চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ২৫৬টি আধুনিক ও সম্পূর্ণ সুবিধাসম্পন্ন মসজিদ নির্মাণ করেছে। এই পবিত্র স্থানগুলো গ্রামীণ ও উপশহর অঞ্চলের প্রায় ৫১ হাজার মুসল্লির জন্য প্রশান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে এনেছে।
প্রতিষ্ঠানটি জানায়, পূর্বে ব্যবহৃত অস্থায়ী ও দুর্বল নামাজের স্থানগুলো এখন শক্তপোক্ত ও সুনির্মিত মসজিদে পরিণত হয়েছে। প্রতিটি মসজিদেই রয়েছে ওজুখানা, নামাজের জায়নামাজ, আলোকসজ্জা, পাখা ও লাউডস্পিকার—যা নামাজ, শিক্ষা ও সামাজিক কার্যক্রমের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে এমন এলাকায়, যেখানে মুসল্লিরা আগে টিনের ঘর বা কাদামাটির দুর্বল স্থাপনায় নামাজ আদায় করতেন, যা নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিক থেকে অনুপযুক্ত ছিল। বর্ষাকালে পানি ঢুকে যেত মসজিদের ভেতরে, আর গ্রীষ্মে বাতাস চলাচল ও পাখার অভাবে জামাতে নামাজ আদায় করা ছিল অত্যন্ত কঠিন।
উল্লেখ্য, গত পাঁচ বছরে কাতার চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ জুড়ে ৬০০টিরও বেশি মসজিদ নির্মাণ করেছে, যা ১ লাখ ৫০ হাজারেরও বেশি মুসল্লির জন্য ধর্মীয় অনুশীলনের একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি করেছে। 4309563#

captcha