IQNA

হাজীদের মৃত্যুতে শোক প্রকাশ করল শেখ আল-আজহার

16:11 - February 10, 2014
সংবাদ: 1373870
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ‘ইশরাকুল মাদিনা’ হোটেলে অগ্নিসংযোগের ফলে মিশরের হাজীদের মৃত্যুতে শোক বার্তা ব্যক্ত করেন শেখ আল-আজহার।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মদিনায় অবস্থিত ‘ইশরাকুল মাদিনা’ হোটেলে অগ্নিসংযোগের ফলে মিশরের হাজীদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আহমেদুল তেইব এই বর্তা ব্যক্ত করেন।
৮ম ফেব্রুয়ারিতে প্রকাশিত শেখ আল-আজহারের এই শোক বার্তায় তিনি আহতদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
মিশরের কনসাল জেনারেল জেদ্দায় ঘোষণা করেন: বৈদ্যুতিক সংযোগের ফলে ‘ইশরাকুল মাদিনা’ হোটেলে অগ্নিসংযোগ ঘটে।
সৌদি আরবে বসবাসরত মিশরীয় সংখ্যালঘুদের প্রধান সিলাহ ইউসুফ জানান: এ অগ্নি কাণ্ডের ফলে ৪৩ জন আহত হয়। কিন্তু মিশরের বিভিন্ন গণ মাধ্যম আহতদের সংখ্যা আরও বেশী বলে জানিয়েছে।
ইউসুফ আরও বলেন: অগ্নিসংযোগের ফলে ধোঁয়া হয় এবং এই ধোঁয়ায় দম বন্ধ হয়ে হাজিদের মৃত্যু ঘটে। এ দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছে তাদের সনাক্তকরণের জন্য তদন্ত চলছে। সামাজিক নেটওয়ার্ক ‘ফেসবুক’ এবং ‘টুইটার’ এর ব্যবহারকারীগণ জানিয়েছে: এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী মসজিদে নবাবীর সেন্ট্রাল এলাকায় সকল প্রকার ত্রাণ সংস্থা প্রবেশকারীদের অনুমতি দিচ্ছে না।
সৌদি মিডিয়া মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ ঘটনা ১৩ জন নিহত হয়েছে।
1372925

captcha