IQNA

আয়াতুল্লাহিল উজমা সিস্তানির স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

0:07 - December 09, 2025
সংবাদ: 3478573
ইকনা- আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানি (দা.)-এর স্বাস্থ্য নিয়ে ছড়ানো সব গুজব ও অপপ্রচারের জবাব দিয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্র।
বাগদাদ আল-ইয়াওমের বরাতে ইকনা নিউজ জানিয়েছে, সোমবার (৮ম ডিসেম্বর) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে: “আলহামদুলিল্লাহ, আয়াতুল্লাহ সিস্তানি পুরোপুরি সুস্থ আছেন। গত কয়েকদিন তিনি সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।”
 
সূত্রটি আরও বলেছে: “কোনো গুরুতর রোগ বা জটিলতার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর স্বাস্থ্য এখন স্থিতিশীল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জিয়ারতকারীদের সঙ্গে সাক্ষাৎ পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”
 
গত শনিবার তাঁর দপ্তর সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিল। আজকের এই ঘোষণায় মুমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন কোনো গুজবে কান না দেন এবং আতঙ্কিত না হন।
captcha