কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ দলটি সিদ্ধান্ত নিয়েছে, চলিত সপ্তাহের প্রত্যেক দিনে মসজিদুল হুসাইন (আ.)এ আশুরার শোকানুষ্ঠানে বাধা প্রয়োগ করবে।
সালাফিদের এ দলের সাথে সমন্বয়কারী নাসের রেজওয়ান জানান: সালাফিদের এ কাজের মূল উদ্দেশ্য হচ্ছে মিশরের শিয়াদের বিরোধিতা করা এবং আশুরার অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে শিয়াদের বাধা প্রয়োগ করা।
তিনি দাবি করেন: শিয়ারা এ অনুষ্ঠানের মাধ্যমে সাহাবীদের অবমাননা করে এবং তাদেরকে কাফের ভূষিত করে অপবাদ দেয়!
প্রতি বছরই কায়রোর শিয়ারা সালাফিদের অত্যাচারের জন্য মুক্ত ভাবে ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠান উদযাপন করতে পারে না।
1465947