IQNA

গবেষণা ফলাফল প্রকাশ:

কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে উগ্রপন্থা বাড়াচ্ছে

0:01 - September 21, 2025
সংবাদ: 3478102
ইকনা- একটি নতুন গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুক্তরাজ্যে মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে উগ্রপন্থা ও ঘৃণামূলক কার্যক্রমকে তীব্রতর করছে।

কনা (IQNA) সূত্রে আল-জাজিরার বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট পত্রিকা জানিয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের সংসদের হোম অ্যাফেয়ার্স কমিটিতে উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছেএআই-নির্মিত ছবি ক্রমবর্ধমানভাবে ডানপন্থী উগ্রবাদী ও অভিবাসীবিরোধী প্রচারণায় ব্যবহার হচ্ছে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স কর্তৃক সম্পাদিত এ গবেষণায় ৬০০টিরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে ডানপন্থী গোষ্ঠী ব্রিটেন ফার্স্ট ইনোভেশন ইউরোপ-এর পোস্ট অন্তর্ভুক্ত ছিল। গবেষণায় দেখা গেছে, মুসলিমদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা জোরদার করা এআই-ভিত্তিক কনটেন্ট অন্য যেকোনো পোস্টের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি শেয়ার ও প্রচারিত হচ্ছে।

এ ধরনের ছবি ও ভিডিওতে মুসলিমদের ভুলভাবে সহিংসতা সৃষ্টি বা নাগরিকদের হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে। গবেষকরা মনে করেন, এ ধরণের ভুয়া কনটেন্ট ২০২৪ সালে সাউথপোর্ট শহরে সংঘটিত সহিংস দাঙ্গাতেও ভূমিকা রেখেছিল। ওই সময় একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল যে শিশুদের ওপর সংঘটিত ছুরিকাঘাতের ঘটনার মূল অভিযুক্ত নাকি একজন মুসলিম শরণার্থী।

গবেষণায় আরও উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমগুলো বিভাজনমূলক কনটেন্টকে অগ্রাধিকার দেয় এবং ঘৃণা ছড়ানোকে উৎসাহিত করে। পাশাপাশি এআই-নির্মিত বর্ণবাদী ও ইসলামভীতিমূলক ছবিগুলোকে ধীরে ধীরে স্বাভাবিককরার প্রক্রিয়ার দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

গবেষণা দলের প্রধান ড. বিয়াত্রিজ লোপেজ ব্রিটিশ সরকারকে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন, মিডিয়া ও সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা অফকম-এর অধীনে এআই-ভিত্তিক উগ্রবাদ পর্যবেক্ষণে বিশেষায়িত একটি ইউনিট গঠন করা উচিত।

যদিও টিকটক ও এক্স (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্মগুলো দাবি করছে যে তারা এআই-ভিত্তিক ভুয়া তথ্য ও ঘৃণামূলক কনটেন্ট দমনে নিয়ম চালু করেছে, তবে গবেষণা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে প্রচুর উগ্রবাদী কনটেন্ট এখনো অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে বাস্তব জীবনে ভয়াবহ পরিণতি ঘটছে।

এই প্রেক্ষিতে সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (CCDH) নামের একটি সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর নীতি ও অ্যালগরিদম সংস্কারের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যে মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে সহিংস উগ্রপন্থা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তাই এই ধরণের ডিজিটাল উগ্রপন্থা মোকাবিলায় সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। 4306020#

 

captcha