‘Shia Post’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের শাসক বাহিনী ৭ই মুহররম তথা ১ম নভেম্বরে সেদেশের বেশ কয়েকটি গ্রামে অনুষ্ঠিত আশুরার শোকানুষ্ঠানে হামলা চালিয়ে ব্যানার, পতাকা ও কালো কাপড় ছিঁড়ে সেগুলোকে ধ্বংস করেছে।
বাহরাইনের ‘মায়ামির’ গ্রামে শাসক বাহিনীদের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়। এসময় শাসক বাহিনীরা টিয়ার গ্যাস নিক্ষেপের মাধ্যমে শোকানুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদেরকে ছত্রভঙ্গ করে।
বাহরাইনের একটি মানবাধিকার দল, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দরুন সেদেশের মানামার শাসক বাহিনীকে তীব্র নিন্দা জানিয়েছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর সহযোগিতায় আল খলিফা শাসকের পুলিশ বাহিনী শিয়া মুসলমানদের লক্ষ্য করে প্রতিদিনই তাদের ওপর অত্যাচার করছে।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আশুরা উপলক্ষে যেসকল ব্যানার ও পতাকা উড্ডয়ন করা হয়েছে
সেগুলো যেন খুলে ফেলা হয়।