IQNA

নুরি আল-মালিকির প্রশংসা করলেন ইরানের সর্ব্বোচ্চ নেতা

21:53 - November 10, 2014
সংবাদ: 1471934
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ব্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী যুদ্ধবিধ্বস্ত ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরান সফররত নুরি আল মালিকি আজ (১০ই নভেম্বর) সকালে তেহরানে সর্ব্বোচ্চ নেতা এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মালিকির সাহস, শক্তি এবং দেশ পরিচালনা জন্য ভূয়সী প্রশংসা করেছেন।
ইরাকের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে নুরি আল মালিকি ভূমিকা সম্পর্কে আয়াতুল্লাহ আলী খামেনেয়ী উৎসাহব্যঞ্জক উক্তি প্রকাশ করে বলেন: আপনি আপনার পরিকল্পনা দিয়ে ইরাকের নতুন সরকার আল আবাদিকে সহযোগিতা করেছেন এবং  ইরাকের বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার যে চেষ্টা করছেন, তা অব্যাহত রাখেন।
সাক্ষাতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী তার দেশে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী যুদ্ধে ইরাকি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। গত আগস্টে নুরি আল-মালিকি ইরাকের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং নয়া প্রধানমন্ত্রী আবাদির প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে’ দেশের সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
1471763

captcha