কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের ‘মুহাম্মাদ’ দলের নেতা আল্লামা গোলাম রেজা নাকাভী জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রেস টিভির সাথে এক সাক্ষাৎকারে বলেন: শিয়া হওয়ার দায়ে ১৮ বছর জেলখানায় আটক ছিলাম এবং ১৮ বছর পর ঘরে ফিরে নিজেকে অনেক শক্তিশালী অনুভব করছি। এখন আমি আমার দল ‘মুহাম্মদ’কে রক্ষা করার জন্য চেষ্টা করব। যদি শিয়া হওয়া অন্যায় হয়, তাহলে এ অন্যায়কে কাবুল (গ্রহণ) করব এবং এ জন্যই নিজেকে তৈরি করেছি।
তিনি আরও বলেন: বিদেশীদের প্রলোভনে দরুন পাকিস্তানে শিয়া ও সুন্নি মাযহাবের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: মুসলমানদের মধ্যে মতদ্বৈধ ও অনৈক্য সৃষ্টি করার জন্য পশ্চিমা সরকারগুলো পাকিস্তানের তাকফিদের আর্থিক সহায়তা প্রদান করে।
পাকিস্তানের ‘মোহাম্মাদ’ নামক সৈন্যদলটি শিয়াদের আন্দোলন ও রাজনৈতিক দল। এ দলটি ১৯৯০ সালে শিয়াদের বিরুদ্ধে চরমপন্থি তাকফিরিদের সহিংসতার জবাব দেওয়ার জন্য গঠিত হয়েছে।
পাকিস্তানের শিয়ার আশাবাদী, খুব শীঘ্রই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামাবাদের সরকার দৃঢ় পদক্ষেপ নেবে। এছাড়াও তারা, পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান করতে পারছেনা বলে সরকারকে অভিযুক্ত করেছে।
1471722