আল ওয়াতান পত্রিকা জানায়, মক্কার শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ইসলামিক তথ্য অফিস এ আলোচনা সভার আয়োজন করে। মহানবী (স.) এর চরিত্র মাধুরী ছিল ইসলামী নৈতিকতার মানে সর্বোত্তম এবং খাঁটি -তা তুলে ধরাই এই আলোচনা সভার উদ্দেশ্য।
তথ্য অফিসের এক ঘোষণায় বলা হয়েছে, এ আলোচনা অনুষ্ঠান শুধু মক্কার মহিলাদের জন্যই নয় বরং শহরের সব সংখ্যালঘূ সমপ্রদায়ের নারীদের জন্যও। আলোচনা সভার শুরুতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খালিদ বিন আবদুলস্নাহ বিন মুসলিম আল কুরআইশি “আমার নামায, আমার সমাধান” শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ১৫ দিনের এ আলোচনা অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ব্যাপক সংখ্যক মহিলা, ছাত্রী ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।# 523754