IQNA

কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

18:11 - January 28, 2010
সংবাদ: 1879235
কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এ পর্যন্ত ৫৬টি আরব ও মুসলিম দেশ প্রতিনিধি পাঠানোর আগ্রহ ব্যক্ত করেছে।
কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দৈনিক আল গাব্স জানায়, আগামী ১০ থেকে ২০ মার্চ পর্যন্ত কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের কুরআন বিভাগের উপপ্রধান আবদুল্লাহ আল বারাক জানান, “কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ’র তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর প্রতিযোগিতা হবে- হেফজ ও পবিত্র কুরআনের তাজবিদ বিষয়ে।”তিনি বলেন, পবিত্র কুরআন হেফজ -এর প্রবণতা বাড়াতে এবং মুসলিম উম্মাহর কাছে পবিত্র কুরআনকে নিবিড়ভাবে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে মেধাবী ক্বারী ও হাফেজরা কুরআন তেলাওয়াতের একটা ভ্যেনু পাবেন।
এবারই প্রথম কুয়েত আন্তর্জাতিকভাবে কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে।# 529585
captcha