মিশরের বেনি সুয়েফ শিক্ষা অধিদপ্তরের অধীন শহীদ আবদুল আলীম আলী মুসা বিদ্যালয়ের খ্রিস্টান প্রধান শিক্ষক সুবহি ফুয়াদ ঘোষণা করেছেন, এ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটিতে কোরআন হিফজ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
ইকনা সূত্রে নিউজ রুম জানিয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানটি নতুন শিক্ষাবর্ষের দ্বিতীয় সপ্তাহে বিদ্যালয়ের সকালে আয়োজিত হবে। এতে বেনি সুয়েফ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ ইযযতসহ শিক্ষা ও ধর্মবিষয়ক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সুবহি ফুয়াদ মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সহাবস্থান ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এছাড়া তিনি মহানবী (সা.)-এর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এর আগে, মিশরের লোহিত সাগর প্রদেশের গার্দাকা শহরের কাতলিক গির্জার খ্রিস্টান পুরোহিত ইওআনিস আদিব মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে মুসলমানদের মাঝে মিষ্টি বিতরণ করেছিলেন।
তিনি এ প্রসঙ্গে বলেন, “এটি একই ভূমিতে ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান ও ভালোবাসার প্রতীক।” 4305304