IQNA

চলচ্চিত্র “সেদায়ে হিন্দ রজব” এর পরিচালক:

নেতানিয়াহু হালিউডে ‘সাংস্কৃতিক যুদ্ধে’ পরাজিত হচ্ছে -

15:28 - September 04, 2025
সংবাদ: 3478004
ইকনা- ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হৃদয়বিদারক চলচ্চিত্র “সেদায়ে হিন্দ রজব” (হিন্দ রজবের কণ্ঠস্বর) গাজায় শহীদ হওয়া শিশুদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবে বিশ্বজুড়ে মনোযোগ কেড়েছে। চলচ্চিত্রটি দখলদার ইসরাইলি শাসনের গণহত্যা ও দমননীতির বিরুদ্ধে সাংস্কৃতিক এক প্রতিবাদে পরিণত হয়েছে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হৃদয়বিদারক চলচ্চিত্র দায়ে হিন্দ রজব (হিন্দ রজবের কণ্ঠস্বর) গাজায় শহীদ হওয়া শিশুদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবে বিশ্বজুড়ে মনোযোগ কেড়েছে। চলচ্চিত্রটি দখলদার ইসরাইলি শাসনের গণহত্যা ও দমননীতির বিরুদ্ধে সাংস্কৃতিক এক প্রতিবাদে পরিণত হয়েছে।

ভেনিসে উষ্ণ অভ্যর্থনা
চলচ্চিত্রটির পরিচালক কাওসার বেন হানিয়া ও অভিনয়শিল্পীরা বুধবার ভেনিস উৎসবে সংবাদ সম্মেলনে উপস্থিত হলে সাংবাদিকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এই চলচ্চিত্রের প্রযোজনায় ব্র্যাড পিট ও জোয়াকিন ফিনিক্সের অংশগ্রহণ নাটকটিকে আরও অর্থবহ করে তুলেছে।

বাস্তব কাহিনির পুনর্নির্মাণ
দায়ে হিন্দ রজব এক পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশুর করুণ কাহিনি তুলে ধরে। হিন্দ রজব পরিবারসহ গাজা শহর থেকে পালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে তাদের গাড়ি লক্ষ্যবস্তু হয়। ঘটনায় তার চাচা, চাচি ও তিন কাজিন নিহত হন। কয়েক ঘণ্টা ধরে গাড়িতে আটকে থাকা হিন্দ রজব ফোনে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ রাখে। তবে দেরিতে পৌঁছানো অ্যাম্বুলেন্সও শেষ পর্যন্ত ইসরাইলি বাহিনীর আক্রমণে ধ্বংস হয়, এবং হিন্দ ও উদ্ধারকর্মীরা সবাই নিহত হন।

চলচ্চিত্রটি বাস্তব ফোনালাপের অডিও ব্যবহার করেছে, যা দর্শকদের আবেগাপ্লুত করে।

শিল্পীদের প্রতিক্রিয়া
চলচ্চিত্রের তারকা সাজা কিলানি সংবাদ সম্মেলনে আবেগঘন বিবৃতি দিয়ে বলেন:
এখনও কি যথেষ্ট নয়? গণহত্যা, ক্ষুধা, অমানবিক পরিস্থিতি, ধ্বংস আর দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।

অভিনেতা মু'তাজ মালহিস, যিনি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীর চরিত্রে অভিনয় করেছেন, জানান যে আসল অডিও শুনে তিনি আতঙ্কে শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। অভিনেত্রী ক্লারা খুরি বলেন, শুটিং চলাকালীন অনেকেই কান্নায় ভেঙে পড়তেন, কিন্তু সবার মনে ছিল একটি অভিন্ন উদ্দেশ্যগাজায় চলমান গণহত্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

পরিচালকের বক্তব্য
পরিচালক কাওসার বেন হানিয়া বলেন,
সিনেমা ও শিল্পকলা অত্যন্ত জরুরি, কারণ এগুলো নির্যাতিতদের কণ্ঠ ও পরিচয় দেওয়ার মাধ্যম। পশ্চিমা গণমাধ্যমে ফিলিস্তিনিদের প্রায়ই অমানবিকভাবে উপস্থাপন করা হয়, তাই আমাদের দায়িত্ব সত্যকে প্রকাশ করা।

তিনি আরও বলেন, ব্র্যাড পিট ও জোয়াকিন ফিনিক্সের মতো তারকাদের সমর্থন ইঙ্গিত করে যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসলে হালিউডে সাংস্কৃতিক যুদ্ধেপরাজিত হচ্ছেন।

আন্তর্জাতিক স্বীকৃতি
চলচ্চিত্রটি ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে গোল্ডেন লায়ন-এর অন্যতম প্রধান প্রার্থী। এটি টরন্টো চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে এবং তিউনিসিয়ার পক্ষ থেকে ৯৮তম অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে।

বেন হানিয়ার পূর্ববর্তী কাজ দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (২০২১) এবং ফোর ডটার্স (২০২৪) অস্কারে মনোনীত হয়েছিল।

গাজা যুদ্ধের প্রভাব
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ভেনিস উৎসবের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। উৎসব চলাকালেই হাজারো মানুষের অংশগ্রহণে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্র দায়ে হিন্দ রজব ইতোমধ্যেই বিশ্বব্যাপী দর্শকদের আবেগ স্পর্শ করেছে এবং গণহত্যার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। 4303269#

 

captcha