IQNA

লন্ডনে হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকীর আলোকে বিশেষ উৎসব অনুষ্ঠান

23:37 - April 28, 2012
সংবাদ: 2313774
আন্তর্জাতিক বিভাগ: হযরত মোহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ডে নারীদের জন্য বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘ic-el’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ‘ইংল্যান্ড ইসলামী সেন্টারের’ প্রচেষ্টায় ১২ই মে, এদেশে বসবাস কৃত মহিলাদের জন্য বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই উৎসব অনুষ্ঠান ‘ইংল্যান্ড ইসলামী সেন্টারে’ স্থানীয় সময় ১৮:৩০ ঘণ্টায় অনুষ্ঠিত হবে এবং মহিলাদের উপস্থিতিতে বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
994556#
captcha