IQNA

লাখনা শহরে সেমিনার

ইসলামের দৃষ্টিতে “সুস্থ” থাকার বিষয়ে পর্যালোচনা

15:23 - April 30, 2012
সংবাদ: 2315320
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ইসলামের দৃষ্টিতে মানুষের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্থ থাকার বিষয়ে, ভারতে উত্তর প্রদেশ রাজ্যে লাখনা শহরে, ১০ই এপ্রিলে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনার” রিপোর্ট : ভারতে উত্তর প্রদেশ রাজ্যের লাখনা শহরে “নাহজুল ফালাহ” সংগঠনের সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং “সুস্থ” থাকার বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
উক্ত বৈঠকের শুরুতে বিশিষ্ট ক্বারি রেজওয়ান সাহেব পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে এই দেশের বরেণ্য দীনি বক্তা ‘মাহদী হাসান’ তার বক্তব্যে নিজের মতামত প্রকাশ করে বলেন, ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র নিজের প্রতি মনোযোগ দেওয়া যথেষ্ট নয়, বরং ইসলাম তাকিদ করে বলেছেন, মানুষ তার নিজের পরিবার, সমাজ শহর ও দেশের প্রতি অবশ্যই দায়িত্ব পালন করবে এবং মানুষের সুস্থতা প্রতিষ্ঠা ও তার প্রতিরক্ষার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।
দীনি প্রতিষ্ঠানের প্রধান ও স্বনামধন্য চিন্তাশীল ব্যক্তিত্ব সাদিক আলিম ইসলামের দৃষ্টিতে নবজাতক সন্তানের খাদ্য হিসেবে মায়ের দুধের গুরুত্বের আলোকে বিশেষ বক্তব্য প্রদান করেন।
বৈঠকের শেষপ্রান্তে, পাইকার জাফর “ইসলাম ও পরিষ্কার-পরিছন্নতার মূল ভিত্তি” নামকরণে তার নিজের লেখা প্রবন্ধটি পাঠ করে শুনান। এই বৈঠকে ভারতের বিশিষ্ট ডাক্তার মহোদয় উপস্থিত ছিলেন। তারমধ্যে চক্ষু বিশেষজ্ঞ ‘তাহের জায়দি’, এইডস (HIV) বিশেষজ্ঞ হাসান আসরার রাজাভি, লাখনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকি আলী আবেদি প্রমুখ। তারা সকলে শহরের অধিবাসীদের সুস্থ থাকার জন্য গুরুত্ব পূর্ণ তথ্য প্রদান করেন।
984273#
captcha