IQNA

সিয়েরা লিওনে ‘শিক্ষক দিবস’ পালিত

23:02 - May 04, 2012
সংবাদ: 2318067
সাংস্কৃতিক বিভাগ : ‘শিক্ষক দিবস’ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সিয়েরা লিওনে’র রাজধানী ফ্রি টাউনে অবস্থিত ইরানি স্কুলে পালিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান গত মঙ্গলবার ১লা মে ইরানের রাষ্ট্রদূত কালচারাল কাউন্সেলর, ফ্রি টাউন হাওযা ইলমিয়ার অধ্যক্ষ এবং ইরানি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
এদিকে ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আয়াতুল্লাহ শহীদ মুর্ত্তাজা মোতাহারী’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি টাউনের ‘ইমাম সাদিক (আ.)’ স্কুল ও ‘বু’ শহরের ‘আহলে বাইত (আ.)’ স্কুলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।#998919
captcha