IQNA

নাসেরিতে হযরত ফাতেমা জাহরা (সা. আ.) শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আয়োজন করেছে।

0:26 - May 05, 2012
সংবাদ: 2318115
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের নাসেরি শাখার ইমামাইন কাজেমাইন সংস্থা, ২৬শে এপ্রিলে, হযরত ফাতেমা জাহরা ( সা. আ.) বার্ষিক শহীদ দিবস উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করেছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকার রিপোর্ট : ইরাকে নাসেরি শহরের দারুল কোরআন সংস্থার প্রধান, বার্তা সংস্থা “ইকনা’র” সংবাদ দাতাকে বলেন, নাসেরি সংস্থার কাজেমাইন শাখায় হযরত ফাতেমা জাহরা ( সা. আ.) শহীদ দিবস উপলক্ষে প্রতি বছর শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি ফাতেমা জাহরা (সা. আ.) অবিচলতা হতে শহীদ সায়্যেদ মুহাম্মদ বাকির সাদরের দৃঢ়তা পর্যন্ত বিভিন্ন জাতির জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এই অনুষ্ঠানটি নাসেরির সংস্কৃতি বিভাগের কেন্দ্র, সামাজিক অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি ২৬শে এপ্রিলে, বৃহঃপতিবার স্থানীয় সময় সকাল ৯ টায় আরম্ভ হয়।
নাসেরি শাখার সংবাদ দাতা আরও বলেছেন, এই অনুষ্ঠানে গবেষক, বিশেষজ্ঞ, মতামত প্রণেতা ছাড়াও বিশেষ রাজনৈতিক ও দীনি ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, এই অনুষ্ঠানের অন্য আর একটি উদ্দেশ্য, মরহুম আয়াতুল্লাহ শহীদ সায়্যেদ মুহাম্মদ বাকির সাদরকে সম্মানিত করা।
পরিশেষে সংস্থার প্রধান বলেন, ইরাকের ইমামাইন কাজেমাইন (আ. সা.) একটি কর্মতৎপর দীনি ও সাংস্কৃতিক সংস্থা এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর শাখা রয়েছে।
991797#
captcha